হঠাৎ আফগানিস্তান সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

ফানাম নিউজ
  ২৫ মার্চ ২০২২, ১৬:৩৮

কোন কিছু না জানিয়েই এক আকস্মিক সফরে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এ সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। খবর গ্লোবাল টাইমসের।

এর আগে গত সোম ও মঙ্গলবার তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

আগামী ৩০ ও ৩১ মার্চ আফগানিস্তান বিষয়ে প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন করতে যাচ্ছে বেইজিং। এর এক সপ্তাহ আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে এ সফর করছেন।

তালেবান সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে ইরান ও পাকিস্তান এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে।

তালেবান ক্ষমতায় আসার পর চীন সরকারের পক্ষ থেকে ওয়াং ই সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে প্রথম আফগানিস্তান সফর করলেন।

রাজধানী কাবুলে পৌঁছানোর পর ওয়াং ই-কে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভ্যর্থনা জানান। আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের ভূমিকাসহ নানা ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনা করবে।

সূত্র: গ্লোবাল টাইমস ও যুগান্তর