আপনার খেলা শেষ: ইমরান খানকে মরিয়ম নওয়াজ 

ফানাম নিউজ
  ২২ মার্চ ২০২২, ১৭:৩৪

সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খেলা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর এই মন্তব্য করেন মরিয়ম।

মরিয়ম নওয়াজ বলেন, মুদ্রাস্ম্ফীতি ও সুশাসনের অভাবে আপনার (ইমরান) নির্বাচনি সম্ভাবনা শেষ।  আপনি খেলায় হেরে গেছেন; আসন্ন নির্বাচনেও।  আপনার ভাষণ শুনেছি আমি, সে শব্দ পরাজিত মানুষের। খবর দ্য ডনের।

বিরোধীদের গালমন্দ করায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিরোধী দলীয় এ নেতা বলেন, প্রতিটি দলই এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে যায়, তবে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনো দলের কোনো নেতা ব্যবহার করেননি।  বিরোধীদের উপহাস করেছেন আপনি। এ সময় ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগের আহ্বান জানান এই বিরোধী নেতা।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তারিখ ঘোষণার পর তার সরকারের ক্ষমতা হারানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। 

গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সাড়ে তিন বছর যেতে না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখোমুখি ইমরান।

বিরোধীদের চাপ ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী শুক্রবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠছে পার্লামেন্টে। এ ভোটে হারলে পতন হবে তার সরকারের।

সূত্র: দ্য ডন ও যুগান্তর