লাদেনের মুখপাত্র আদেল আবদেল বারিকে আশ্রয় দিল যুক্তরাজ্য

ফানাম নিউজ
  ২১ মার্চ ২০২২, ১৬:৫৮

এবার আল-কায়েদা প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের মুখপাত্র হিসেবে পরিচিত চিকিৎসক আদেল আবদেল বারিকে লন্ডনে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

ঘণ্টাব্যাপী অনলাইনে সাক্ষাৎকার শেষে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। খবর ডেইলি মিরর ও আরব নিউজের।
 
১৯৯৮ সালে আফ্রিকায় দুই মার্কিন দূতাবাসে আল-কায়েদার বোমা হামলায় ২২৪ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটকের পর আদেল আবদেল বারিকে আদালত ২৫ বছরের কারাদণ্ড প্রদান করে।

 ২০১২ সালে আটকের পর যুক্তরাজ্য তাকে মার্কিন দূতাবাসে হামলার মামলায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করে।

যুক্তরাষ্ট্রের কারাগারে আট বছর সাজা খেটে ২০২০ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান লাদেনের এ সহযোগী।
 
তার অ্যাজমা ও অবেসিটি ছিল। এ ছাড়া করোনার ঝুঁকিতে থাকায় তাকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাজ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করলে অনলাইনে সম্প্রতি তার ৬০ মিনিটের সাক্ষাৎকার নেয় দেশটির কর্তৃপক্ষ। এর পর তাকে অনুমতি দেওয়া হয় লন্ডন যাওয়ার।

সূত্র: ডেইলি মিরর, আরব নিউজ ও যুগান্তর