ইউক্রেনীয় ১১টি রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা জেলেনস্কির

ফানাম নিউজ
  ২০ মার্চ ২০২২, ১৫:৪২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দেশের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। 

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এসব দলের মধ্যে কয়েকটি দলের রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। খবর বিবিসির।

এক ভিডিওবার্তায় জেলেনস্কি বেশ কিছু তালিকা তৈরি করেছেন, যেখানে ইউক্রেনের পার্লামেন্টে বৃহত্তম রাশিয়ানপন্থি দল 'ফর লাইফের' নাম রয়েছে।  

এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছে বিরোধী ব্লক, পার্টি অব শরিয়া, আওয়ারস, বামবিরোধী দল, বাম বাহিনীর ইউনিয়ন, স্টেট, ইউক্রেনের প্রগতিশীল সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল ইউক্রেন, সমাজবাদী এবং ভ্লাদিমির সালদো ব্লক।

নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইউক্রেনের জাস্টিস মন্ত্রণালয় তাদের কার্যক্রম দ্রুত সম্পন্ন করবে, যা ইউক্রেনে সামরিক আইন বহাল থাকা পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি ও যুগান্তর