শিরোনাম
২৫তম দিনে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনো হামলা চালানো হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে। এর মাঝে ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শনিবার (১৯ মার্চ) দিল্লিতে পৌঁছানোর পর তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি গুরুতর ইস্যু, এটি আন্তর্জাতিক শৃঙ্খলার শিকড়কে নাড়া দিচ্ছে। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার পাশে ছিলেন।
যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, শক্তি প্রয়োগ করে বিশ্বব্যবস্থার স্থিতাবস্থা পরিবর্তনের জন্য একপক্ষীয় সমর্থন করা উচিত নয়। ইউক্রেনকে টোকিও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
চতুর্দশ বার্ষিক শীর্ষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। দুই দেশের প্রধানমন্ত্রী আর্থিক সম্পর্ককে আরও মজবুত করা, অস্থির ভূ-কৌশলগত পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করার কথা বলেন।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত ও জাপান বর্তমান সংকট মোকাবিলায় ইতিবাচক সমাধানের পথ বের করে শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করবেন বলেও জানা গেছে।
বৈঠকের পরে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা সফল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী পাঁচ বছরে পাঁচ ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ পাবে ভারত। জাপানি বিনিয়োগের পাশাপাশি সাইবার নিরাপত্তা, নগর উন্নয়ন সংক্রান্ত তিনটি চুক্তি সই করে ভারত ও জাপান। কথা হয়েছে কার্বন নিঃসরণ ইস্যু নিয়েও।
সূত্র: এনডিটিভি