মমতাকে শর্তসাপেক্ষে পরামর্শ দিতে চান বিজেপির বিধায়ক

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ চাইলে গোপনীয়তা বজায় রেখে তাকে তা দিতে চান বলে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।

মঙ্গলবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

অশোক বলেন, আমি বিধানসভায় গঠনাত্মক বিরোধিতা করতে চাই। তবে আগেও বলছি, এখনও বলছি; আমার কর্মজীবনের বেশিরভাগটা কেটেছে আর্থিক উপদেষ্টা হিসেবে। মুখ্যমন্ত্রী আমার কাছে কোনো পরামর্শ চাইলে আমি কঠোর গোপনীয়তা বজায় রাখার শর্তে তাকে তা দেব। পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়ন ঘটে, এমন পরামর্শই দেব। তবে তা দেব বিজেপি বিধায়ক হিসেবে।

‘দুটি দেশের মধ্যে যখন আলোচনা হয়, তখনও সব কিছু বাইরে বলা যায় না। জনসমক্ষে যা ঘটেছে, সংবাদপত্রে যা বেরোচ্ছে, বিধায়ক হিসাবে তা নিশ্চয়ই বলব। কিন্তু সরকার যদি আমাকে এমন কোনো তথ্য দেয়, যেটা গোপন এবং তা প্রকাশ না করার অনুরোধ করে, তা হলে সেটা প্রকাশ্যে আনা আমার পেশাদারিত্বের পরিচয় হবে না’, যোগ করেন তিনি।

অশোকের এ অবস্থানকে বিজেপি সমর্থন করেছে। 

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, অশোক লাহিড়ী ভুল কিছু বলেননি। দেশে অনেক বিষয়ই থাকে, যা প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার মধ্যে গোপন থাকে। দুর্ভাগ্য হলো, সেই সংস্কৃতি থেকে কয়েক বছর হলো আমরা বের হয়ে এসেছি।

অশোকের বক্তব্য নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে কোনো ইতিবাচক পরামর্শের জন্য স্বাগত।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।