মারিউপোলে দৈনিক ৫০-১০০ বোমা হামলা

ফানাম নিউজ
  ১৮ মার্চ ২০২২, ১১:৫৬

মারিউপোলে দৈনিক ৫০ থেকে ১০০টি বোমা হামলা করে রুশ বাহিনী। ইউক্রেনের অবরুদ্ধ শহরটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ১৬ দিন ধরে শহরটি অবরুদ্ধ। রাশিয়ান দখলদার বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণ থেকে বাঁচতে মারিউপোলে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্র ও বেসমেন্টে লুকিয়ে আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শহরের প্রায় ৮০ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রায় ৩০ শতাংশ পুনর্নির্মাণ করা যাবে না।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩১ লাখের বেশি মানুষ।

এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা, সিএনএন