শিরোনাম
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বেন ওয়ালেস জানিয়েছেন, বৃহস্পতিবার তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি তার কাছে জানান তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী।
শুধু তাই নয় ইউক্রেনের প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে ওই ব্যাক্তি বেন ওয়ালেসকে বেশ কয়েকটি প্রশ্ন করেন।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস যখন বুঝতে পারেন, ইউক্রেনের প্রধানমন্ত্রী নয়, তাকে কোনো প্রতারক ফোন করেছে তখন সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দেন তিনি।
এমন চমক জাগানিয়া তথ্যটি জানিয়েছেন বেন ওয়ালেস নিজে। তিনি টুইটারে এ ব্যাপারে একটি পোস্ট করেছেন।
টুইটে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, আজ (বৃহস্পতিবার) এক প্রতারক ইউক্রেনের প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে।
বেন ওয়ালেস আরও বলেন, সে আমাকে অসঙ্গতিপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন করে। তার প্রশ্ন শুনে সন্দেহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি কলটি কেটে দেই।
এদিকে বৃহস্পতিবারই পোল্যান্ডে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।
তিনি জানান ন্যাটো সদসভুক্ত দেশ পোল্যান্ডের নিরাপত্তা জোরদারের জন্য তারা অত্যাধুনিক মিসাইল পাঠাচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান