শিরোনাম
বুধবার কিয়েভের এক প্রশাসনিক কর্মকর্তাস্থানীয় স্থানীয় এক সংবাদ সংস্থার মাধ্যমে জানিয়েছেন আটক নয় রুশ সেনার পরিবর্তে মেলিটোপোল শহরের মেয়রকে ফিরে পেয়েছে ইউক্রেন। খবর রয়টার্স।
গত সপ্তাহে রুশ বাহিনীর হাতে বন্দী হন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, ইভানকে রাশিয়া মুক্তি দিয়েছে। কিন্তু তিনি কীভাবে ছাড়া পেলেন, সে বিষয়ে জেলেনস্কি কিছু জানাননি।
জেলেনস্কির মুখপাত্র দারিয়া জারভানিয়া জানান, ‘ইভান ফেডোরোভকে রাশিয়ার হাত থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তার বদলে নয় রুশ সেনাকে ফিরিয়েও দেওয়া হয়েছে। এই সেনাদের জন্ম ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে হয়েছে। তারা প্রত্যেকেই প্রায় শিশু।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করেন রাশিয়া। এই ২২ দিনে দেশটি প্রায় বিপর্যস্ত। ইউক্রেনের ১০টি শহর রুশ সেনাদের দখলে চলে গেছে। যুদ্ধ নিয়ে দুই দেশ একাধিকবার আলোচনায় বসলেও কোনো ফল আসেনি।
সূত্র: রয়টার্স ও দেশ রূপপান্তর