থিয়েটার হলে আশ্রয় নেওয়া হাজারো মানুষের ওপর রুশ বাহিনীর বোমা হামলা

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ০৫:৫৮

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক মানুষ এবং শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের গাড়িবহরে রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে থিয়েটার হলে বোমা হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। খবর বিবিসির।

মারিউপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে রুশ বাহিনীর বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

মারিউপোল শহরের কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, রুশ বাহিনীর ক্রমাগত হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এদিকে ইউক্রেনের জাপোরঝিজিয়া অঞ্চলের গভর্নর এক অনলাইনে পোস্টে বলেন, ‘বেসামরিক মানুষদের একটি গাড়িবহর মারিউপোল থেকে জাপোরঝিজিয়ায় যাচ্ছিল। এমন সময় মহাসড়কে থাকা ওই গাড়িবহর লক্ষ্য করে শত্রুপক্ষের সেনারা ব্যাপক গোলাবর্ষণ করে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বুধবারের হামলাকে ভয়ংকর যুদ্ধাপরাধ অভিহিত করে বলেন, সেখানে বেসামরিক মানুষ ছিল আর রাশিয়া তা জানত না, এটা অসম্ভব।

থিয়েটার হলে বেসামরিক মানুষের ওপর বোমা হামলার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই থিয়েটার হলে তারা হামলা করেনি।