ইউরোপের পূর্ব দিকে শক্তি বৃদ্ধির ইঙ্গিত ন্যাটোর

ফানাম নিউজ
  ১৬ মার্চ ২০২২, ০৩:০৮

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের পূর্ব দিকে শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট - ন্যাটো।

এক সংবাদ সম্মেলনে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ‘ইউক্রেনে রুশ আক্রমণ ইউরোপে নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করেছে।  উদ্ভুত পরিস্থিতির জন্য ন্যাটোর সামরিক অবস্থানকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এজন্য নেওয়া পদক্ষেপের মধ্যে জোটের পূর্বাঞ্চলীয় অংশের স্থলভাগে ‘উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি’র বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে এবং তাদেরকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হবে।’ 

সম্প্রতি বিবিসি অনলাইন ন্যাটো প্রধানের এই বক্তব্য প্রকাশ করে।

স্টোলটেনবার্গ জানান, দীর্ঘ মেয়াদে নিরাপত্তা জোরদারে সুস্পষ্ট পদক্ষেপ নিতে আগামীকাল ন্যাটো নেতারা আলোচনা শুরু করবেন।

তিনি আরো বলেন,আমরা আমাদের নৌ এবং বিমান সেনা মোতায়েনও ‘বড় ধরনের বৃদ্ধির’ বিষয়টি বিবেচনা করবো। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সাইবার প্রতিরক্ষাও বৃদ্ধি করা হবে। প্রতিরক্ষা ব্যবস্থার এই বৃদ্ধিতে সামরিক জোটটির নতুন অর্থ দরকার 

এই পরিপ্রেক্ষিতে জার্মানি ও ন্যাটোর অন্য মিত্রদের পদক্ষেপকে স্বাগত জানান স্টোলটেনবার্গ।