শিরোনাম
ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার একাধিক স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে আগেই। বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন চ্যানেলটির আরেক নারী সংবাদকর্মী। এবার সরকারি টিভি স্টেশন ‘চ্যানেল ওয়ান’–এ তার আঁচ পাওয়া গেল।
সংবাদ উপস্থাপকের পেছনে বিক্ষোভকারী ওই নারীর নাম মেরিনা ওভিসইয়াননিকোভা। তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস কোরো না, তারা এখানে মিথ্যা কথা বলছে’।
এ সময় তিনি বলছিলেন, “যুদ্ধকে ‘না’ বলুন। যুদ্ধ বন্ধ করুন।”
আরও বলেন, ইউক্রেনে হামলা অপরাধের শামিল। ক্রেমলিন যে প্রচারণা চালাচ্ছে, তাতে তিনি লজ্জিত বলেও জানান।
মেরিনা বলেন, ‘আমি লজ্জিত যে টিভি পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে।’
রুশ জনগণকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের জন্য আহ্বান জানিয়ে বলেন, কেবল জনগণই এই পাগলামি বন্ধ করতে পারে।
বিবিসির দাবি, সংবাদ চ্যানেলগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রুশ সরকার। ইউক্রেন যুদ্ধ নিয়ে কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করে চ্যানেলগুলো।
ধারণা করা হচ্ছে, এ কাণ্ডের পর মেরিনাকে আটক করেছে পুলিশ।
সূত্র: বিবিসি ও দেশ রূপান্তর