শিরোনাম
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। রাশিয়ার এ হামলায় সে দেশের এক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরোধী র্যালির আহ্বান জানায়। এ কারণে তাকে দোষী সাব্যস্ত করেছে রাশিয়ার প্রধান বন্দর শহর ভ্লাদিভস্টকের কোর্ট।
বিবিসির খবরে বলা হয়, ওই ব্যক্তি সামাজিকমাধ্যমে যুদ্ধবিরোধী র্যালির আহ্বান করেন। এ কারণে তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে হেয় করার অভিযোগ আনা হয়। এ অভিযোগে ওই রুশ নাগরিককে ৮০ হাজার রুবল জরিমানা করে ভ্লাদিভস্টক কোর্ট।
প্রাইমারিতে অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিবৃতি অনুসারে, ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছিল এবং সে তার অপরাধ স্বীকার করেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তার সেন্সরশিপ আইন কঠোর করেছে। নতুন এ আইন হওয়ার পর সারাদেশে হাজার হাজার রাশিয়ানকে যুদ্ধবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।