চেচেন নেতাকে গুলি করে হত্যার হুমকি

ফানাম নিউজ
  ১৪ মার্চ ২০২২, ২১:৩০

চেচনিয়ার নেতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লোক রমজান কাদিরভ দাবি করেছেন তিনি ইউক্রেনে গেছেন। 

এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন রমজান। তার দাবি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে তার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি। 

আর রমজান কাদিরভের ইউক্রেনে প্রবেশের বিষয়টি ইউক্রেনের উগ্র-জাতীয়তাবাদী দল আজভের নজরে এসেছে। দলটির নেতা আন্দ্রি বিলেতস্কি টুইটারে জানিয়েছেন, ইউক্রেনে থাকলে রমজানকে গুলি করে হত্যা করা হবে।

এ ব্যাপারে আজভের নেতা আন্দ্রি বিলেতস্কি বলেন, খবর বের হয়েছে রমজান কাদিরভ কিয়েভে এসেছেন। সে আমাদের বিশেষ বাহিনীর কাছ থেকে আড়ালে আছে। 

যদি খবরটি সত্যি হয় তাহলে রমজানকে গুলি করে হত্যা করা হতে পারে।

তিনি আরও বলেন, রমজান এটা তোমার জন্য হবে সারাজীবন মনে রাখার মতো একটি অভ্যর্থনা। 

এদিকে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে হামলা করার পর তাদের সঙ্গে যোগ দেন চেচেন সেনারা।

চেচেনের রয়েছে প্রায় এক লাখ সেনা। এই বাহিনীর বিশাল একটি অংশ ইউক্রেনে এসেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে হত্যা করতে। 

সূত্র: আল জাজিরা