শিরোনাম
ইউক্রেন থেকে জীবন বাঁচাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশ মলদোভায়। এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ২৭ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।
এতো শরণার্থীর চাপ সামলাতে না পেরে বিশ্বের অনান্য দেশের কাছে সহায়তা চেয়েছে দেশটি। মলদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গাভ্রিলিতা বিবিসিকে বলেছেন, ‘এক লাখের বেশি মানুষ সাময়িকভাবে থাকতে চাইছে। মলদোভার মতো দেশের জন্য এটা অনেক বড় সংখ্যা।’
ইউরোপের ছোটো দেশ মলদোভায় মোট জনসংখ্যা ২৫ লাখ। ইউক্রেন আর রোমানিয়ার মাঝে স্যান্ডউচের মতো আটকে থাকা দেশটির অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না।
তারপরও ইউক্রেন থেকে আসা মানুষদের সাধ্যমতো সাহায্য করছে মলদোভার সাধারণ মানুষেরা। গাভ্রিলিতা বলেন, ‘আমরা যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি নিয়ে বেশ উদ্বিগ্ন। আমাদের এখন বিদেশী সহায়তা দরকার।’