শিরোনাম
ইউক্রেনে রুশ সেনা অভিযান ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব, এমন মন্তব্য করেই উদ্বেগ জানিয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপের দেশ ভ্যাটিকান সিটির এক জ্যেষ্ঠ মুখপাত্র।
ভ্যাটিকানের পররাষ্ট্র মন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সাথে সমঝোতায় যাওয়া। তার দাবি, যুদ্ধবাজরা শয়তানের বুদ্ধিতে চলে, আর মানবতার কথা ভুলে যায়।
এছাড়াও রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ভ্যাটিকান সিটি। প্যারোলিন বলেন, ‘যুদ্ধ হলো ক্যানসারের মতো বাড়ে, এতে আসলে কোনো ফায়দা নেই।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমরা তবুও যুদ্ধে জড়াচ্ছি।’