শিরোনাম
কলকাতার বেলেঘাটায় নারী আইনজীবী কোয়েলের বাড়িতে ডাকাতির ঘটনার চাঞ্চল্যকর মোড় নিয়েছে। স্ত্রীকে নির্যাতনের মামলার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের শ্বশুর বাড়িতেই ডাকাতির পরিকল্পনা করেন স্বামী শুভাশিস দাশগুপ্ত।
শনিবার (১২ মার্চ) গ্রেফতার হওয়া শুভাশিসকে শিয়ালদহ আদালতে তোলা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি পূর্ব কলকাতার বেলেঘাটার সুরাহ ইস্ট রোড এলাকায় নারী আইনজীবীর বাবার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় তার মা, বাবা ও ভাই বাসায় ছিলেন। ডাকাতদের বাধা দেওয়ায় তার ভাইকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়।
এরপর তদন্তে নেমে পুলিশ ছয় জনকে গ্রেফতার করে। তাদের জেরা করার সময় শুভাশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। পুলিশ শুভাশিসের খোঁজ করলে পুরীতে গিয়ে গা ঢাকা দেন তিনি। পরে পুলিশের কাছে ধরা পড়ে শুভাশিস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন তিনি।
এর আগে, ২০০৭ সালে শুভাশিসের সঙ্গে বিয়ে হয় আইনজীবী কোয়েলের। তবে দাম্পত্য জীবন সুখের না হওয়ায় দুইজন একসঙ্গে থাকতেন না।
পরে, স্ত্রীকে নির্যাতনের মামলা করেন এ আইনজীবী। তারই প্রতিশোধ নিতে ডাকাতির পরিকল্পনা করেন শুভাশিস। পরে কসবার বাসিন্দা গুড্ডু নামের এক যুবকের সঙ্গে যোগাযোগ করেন। নারী আইনজীবীর বাড়িতে ১৬ কোটি টাকা আছে বলে মিথ্যা তথ্য দেন গুড্ডুকে।
ডাকাতি করার জন্য গুড্ডুকে অগ্রিম লক্ষাধিক টাকাও দিয়েছেন শুভাশিস। পরে গুড্ডু বিহারের একটি ডাকাত দলের সঙ্গে যোগাযোগ করেন। তারাই বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতি করেন। তবে প্রতিশ্রুতিমতো টাকা না দেওয়ায় শুভাশিসকেও অপহরণের পরিকল্পনা ছিল ডাকাতদের।