শিরোনাম
দক্ষিণ ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে শুক্রবার রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল শুক্রবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি অপহরণের এই দাবি করেন। খবর আলজাজিরার।
ইউক্রেনের পার্লামেন্ট টুইটারে বলেছে, ১০ জনের একটি দল মারিওপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করেছে।
জেলেনস্কি জানান, মারিওপোলের মেয়র শত্রুদের সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন। তিনি যখন শহরে অবস্থান করছিলেন, তখন তাকে আটক করা হয়েছিল।
তিনি বলেন, একজন মেয়র যিনি সাহসের সঙ্গে ইউক্রেন এবং তার জাতিকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকেন।
তিনি আরও বলেন, এটি সুস্পষ্ট যে মেয়রকে অপহরণ আক্রমণকারীদের দুর্বলতার লক্ষণ। তারা সন্ত্রাসের একটি নতুন পর্যায়ে চলে গেছে যেখানে তারা বৈধ স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের নির্মূল করার চেষ্টা করছে।
জেলেনস্কি বলেন, মারিওপোলের মেয়রকে আটক করা একটি অপরাধ, শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, একটি নির্দিষ্ট জাতির বিরুদ্ধে এবং শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধে নয়। এটি গণতন্ত্রের বিরুদ্ধেই অপরাধ। রাশিয়ান আক্রমণকারীদের কর্মকাণ্ডকে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের মত করে বিবেচনা করা হবে।
ইউক্রেনের প্রশাসনের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে সৈন্যরা কালো পোশাক পরা একজন ব্যক্তিকে ধরে একটি ভবন থেকে বেরিয়ে আসছেন, তার মাথা একটি কালো ব্যাগ দিয়ে আবৃত।