ইউক্রেনের নতুন দুটি শহরে হামলা রুশ সেনাদের

ফানাম নিউজ
  ১১ মার্চ ২০২২, ১২:১৫

ইউক্রেনের নতুন দুই শহরে হামলা করেছে রুশ সেনাবাহিনী। আধাঘণ্টার ব্যবধানে লুতস্ক ও দিনিপ্রো শহরে এ হামলা চালানো হয়। 

ইউক্রেনের টেলিভিশন ও সংবাদপত্র এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এ অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দূর্গ মনে করা হয়। 

এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে।  সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে। 

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে। যেকোনো সময় রুশ সেনারা কিয়েভে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।  অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।