শিরোনাম
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা নিহত হওয়ার পর এবার নতুন নেতার নাম ঘোষণা করেছে। আগের নেতা নিহত হওয়ার পর আবু আল হাসান আল হাশেমি আল কুরায়েশিকে নিজেদের নতুন নেতা হিসেবে ঘোষণা করলো সংঘঠনটি। একই সঙ্গে আগের নেতা আবু ইব্রাহিম আল কুরায়েশি ও মুখপাত্র আবু হামজা আল কুরায়েশির নিহত হওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংগঠনটি।
সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পূর্বে রেকর্ড করা একটি অডিও বার্তা গতকাল বৃহস্পতিবার অনলাইনে পোস্ট করে আইএস। এই অডিও বার্তায় জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র নিশ্চিত করেন যে আবু ইব্রাহিম আল কুরায়শি মারা গেছেন। তিনি আইএসের প্রধান ছিলেন। আবু ইব্রাহিম আল কুরায়শি কবে, কোথায়, কীভাবে নিহত হয়েছেন, সে সম্পর্কে অডিও বার্তায় কিছু উল্লেখ করা হয়নি।
আইএসের অডিও বার্তায় বলা হয়, আবু আল হাসান আল হাশেমি আল কুরায়শি এখন সংগঠনের নতুন প্রধান। তবে এই অডিও বার্তায় তার পরিচয় সম্পর্কে কোনো বিবরণ দেওয়া হয়নি। অডিও বার্তাটি দিয়েছেন আইএসের একজন নতুন মুখপাত্র। তার নাম আবু উমর আল-মুহাজির। অডিও বার্তায় তিনি জানান, তার পূর্বসূরি আবু হামজা আল কুরায়শি সম্প্রতি মারা গেছেন। তিনি আইএসের নতুন নেতার আসল নাম প্রকাশ করতে পারছেন না। তবে তিনি অনুসারীদের নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় গত ৩ ফেব্রুয়ারি আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরায়েশিকে হত্যা করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিলো বলে জানআনো হয়েছিলো সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে। নিহতদের মধ্যে ছয় শিশু ও চার নারী থাকারও তথ্য ছিল।