শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছে বলে জানা গেছে। বলা হয়েছে, সিরিয়ার আতমেহ শহরে ৩ ফেব্রুয়ারি অভিযান চালানোর সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছেন।
প্রায় এক মাসেরও বেশি সময় পর গোষ্ঠীটি তাদের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর স্বীকার করে নিল, একইসঙ্গে নতুন নেতার নাম ঘোষণা করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। গোষ্ঠীটির নতুন মুখপাত্র নিজেকে আবু ওমর আল-মুহাজের হিসেবে পরিচয় দিয়ে গতকাল বৃহস্পতিবার বলেছেন, আবু ইব্রাহিম আল-কুরাইশি ও ইসলামিক স্টেটের মুখপাত্র আবু হামজা আল কুরাইশি সাম্প্রতিক সময়ে নিহত হয়েছেন।
আল-মুহাজের বলেন, ‘আইএসের নতুন নেতা হলেন আবু আল-হাসান আল হাশিমি আল-কুরাইশি। নিহত শীর্ষ নেতা তাকে পরবর্তী খলিফা হিসেবে বেছে নিয়েছেন।’ তবে আইএসের নতুন নেতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তিনি তার দুই পূর্বসূরীর মতো ইরাকের কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।
সূত্র : আল জাজিরা