কিয়েভের কাছাকাছি রুশ সেনাবহর

ফানাম নিউজ
  ১১ মার্চ ২০২২, ১২:০১

রুশ সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভের ৫ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে কিয়েভের কাছাকাছি একটি রুশ সেনাবহর দেখা গেছে। সেখানে কিয়েভের আশপাশের অঞ্চলে রুশ বাহিনীকে আবারও মোতায়েন হতে দেখা গেছে। এটি কিয়েভের দিকে রুশ বাহিনীর নতুন করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷

ম্যাক্সার টেকনোলজিস-এর মতে, রুশ সামরিক বহরগুলোকে শেষ বার আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে দেখা গিয়েছিল। কিন্তু, এখন সেগুলো আশপাশের শহরে অবস্থান নিতে সরে গেছে।

ম্যাক্সার বলছে—অন্যান্য ছবিতে দেখা যায় যে, কিছু বহর লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে এবং কাছাকাছি আর্টিলারি স্থাপন করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন—রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের পাঁচ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে। এর অর্থ হলো—কিয়েভের উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে আসা রুশ সেনারা এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রয়েছে। সেইসঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা রুশ বাহিনী শহর থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে।

এদিকে, খারকিভ শহরে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গতকাল রাতভর বিমান হামলা চলে। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হন। আহত হন আরও শতাধিক মানুষ। ইউক্রেনীয় সেনারাও সামনের সারিতে থেকে প্রতিরোধের কথা জানায়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি