সাবেক সোভিয়েত দেশগুলোতে হামলা নিয়ে মুখ খুলল রাশিয়া

ফানাম নিউজ
  ১১ মার্চ ২০২২, ০৭:৪১

ইউক্রেনের পর সাবেক সোভিয়েত রাষ্ট্র লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ায় রাশিয়া হামলা চালাতে পারে সম্প্রতি এমন খবর সমানে আসে। এবার প্রতিবেশী এই দেশগুলোতে হামলা নিয়ে মুখ খুলল রাশিয়া। 

তুরস্কে অবস্থানরত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিকদের তিরি বলেন, এটাকে মনে হচ্ছে পুরোনো কৌতুক। 

ইউক্রেনে রুশ অভিযান শুরুর সপ্তাহখানেক পরই মধ্যে মস্কোর পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার সূত্রপাত নেটমাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্টের একটি ভিডিওকে ঘিরে। ওই ভিডিওতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে একটি ম্যাপে দেখিয়েছিলেন রাশিয়ার পরবর্তী হামলার লক্ষ্যস্থল মলদোভা। 

এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্কে প্রথমবারের মতো আলোচনায় বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এই বৈঠক নিয়ে বিশ্ববাসীর বড় প্রত্যাশা থাকলেও ফলপ্রসু কোনো সমাধান আসেনি।