হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯

উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি সফলভাবে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রের নাম হাওয়াসং-৮। মঙ্গলবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত ‘পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্রের একটি।

নতুন ক্ষেপণাস্ত্রটিকে ‘কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ইঙ্গিত বহন করে।

উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ জানায়, এ অস্ত্র সবক্ষেত্রে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ ছাড়া চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়।

করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট সত্ত্বেও অস্ত্র পরীক্ষা কমায়নি উত্তর কোরিয়া। একই সঙ্গে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানায়, উত্তর কোরিয়া তাদের ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো।