জেলেনস্কি না থাকলে ইউক্রেন সরকার যেভাবে চলবে

ফানাম নিউজ
  ০৮ মার্চ ২০২২, ১০:১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলে ‘সরকারব্যবস্থা চালু’ রাখতে পরিকল্পনা নিয়ে রেখেছে দেশটির সরকার। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, জেলেনস্কি জোর দিয়েই বলছেন, তিনি এখনো কিয়েভে আছেন। অবশ্য পশ্চিমা কর্মকর্তারা ইতিমধ্যেই তাঁকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেনীয়দের এমন পরিকল্পনা রয়েছে, যা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না বা কোনো বিশদ বিবরণে যাচ্ছি না। তবে এটাকে আমরা অন্যভাবে সরকারের ধারাবাহিকতা হিসেবে বলব। এ নিয়ে আমাকে আর কিছু বলবেন না।’ যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক জেলেনস্কি ও তাঁর মন্ত্রিসভাকে ‘অবিশ্বাস্যভাবে সাহসী ইউক্রেনীয় জনগণের প্রতীক’ বলে মন্তব্য করেন।

ব্লিঙ্কেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর দেশগুলো এবং পশ্চিমা নেতারা জেলেনস্কিকে সমর্থনে বার্তা দিচ্ছেন এবং অস্ত্র ও মানবিক সহায়তাও পাঠাচ্ছেন।

ইতিমধ্যে ওয়াশিংটন ও ইউরোপের নীতিনির্ধারকেরা সরসারি যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইউক্রেনের আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধের এলাকা (নো–ফ্লাই জোন) ঘোষণা করতে কিয়েভের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবে মস্কো এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে সতর্ক করেছে।

রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিয়েভ দখল নেওয়ার পথেও এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এরপরও জেলেনস্কি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনের নেতাকে উদ্ধারের পরিকল্পনাও করেছেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবর, জেলেনস্কি সরকার কীভাবে বিদেশ থেকে পরিচালনা করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা, যেমনটা ২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোকে সরকারপ্রধান বানিয়ে প্রবাসী সরকার চালানোর পরিকল্পনা করেছিল।

এমনকি জেলেনস্কির সরকার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভ থেকেও পরিচালানার পরিকল্পনা করা হচ্ছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নেতা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য গেরিলাযুদ্ধে চালিয়ে যাওয়াকে সমর্থন করেছেন।