মস্কোর লক্ষ্য অর্জন হলেই হামলা বন্ধ : পুতিন

ফানাম নিউজ
  ০৭ মার্চ ২০২২, ১৪:৩৯

মস্কোর লক্ষ্য অর্জিত হলেই ইউক্রেনে হামলা বন্ধ করা হবে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুদ্ধের ১০তম দিন রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী।

তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। রোববার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, এরদোগানের সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যখন লড়াই বন্ধ করবে ও রাশিয়ার লক্ষ্যগুলো পূরণ হবে তখনই হামলা বন্ধ করা হবে।

এ অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে বলেও জানান পুতিন। ক্রেমলিনের বিবৃতি মতে, পুতিন আশাবাদ প্রকাশ করে বলেছেন ইউক্রেনের আলোচকরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, পুতিনের সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট জরুরিভিত্তিতে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এএফপি।

সূত্র: এএফপি ও যুগান্তর