শিরোনাম
ইউক্রেনের মারিউপোলে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অব্যাহত গোলা হামলা চালাচ্ছে পুতিনের রাশিয়া। একের পর এক বোমা হামলায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। খবর বিবিসি।
স্থানীয় সময় সকাল নয়টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মারিউপোল শহরের ডেপুটি মেয়র অভিযোগ করছেন, রুশরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে শহর থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত রাখতে হচ্ছে।
শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলভ বলেন, রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরোনো মোটেই নিরাপদ নয়। যে পথ ধরে পাঁচ-ছয় হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে।
তবে এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারেই ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরাই শহর থেকে বেসামরিক মানুষকে বেরোতে বাধা দিচ্ছে।
রুশ বাহিনী যখন একটি মানবিক ত্রাণ করিডর তৈরি করে, তখন তাদের ওপর গুলি চালানো হয় বলেও দাবি মন্ত্রণালয়ের।
মারিউপোল শহরে কয়েক দিন ধরেই তীব্র লড়াই চলছে। সেখানকার বাড়িতে পানি ও বিদ্যুতের সরবরাহ নেই, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। মারিউপোল থেকে বেরিয়ে আসতে পেরেছেন এমন একজন জানিয়েছে, শহরটির অবস্থা এখন নরকের মতো।
সূত্র: বিবিসি ও দেশ রূপান্তর