শিরোনাম
বার রুশ হামলায় পতনের মুখে ইউক্রেনের আরও একটি শহর। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো এ আহ্বান জানান।
শুক্রবার এই মেয়র রুশ হামলা থেকে তার শহরের ৪ লাখ বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য করিডোর তৈরির দাবি জানান। খবর আনাদোলুর।
ইউক্রেনের এ শহরটিতে গত ৫ দিন ধরে নির্বিচারে বোমাবর্ষণ করে চলছে রুশ বাহিনী।
মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো বলেন, বিদ্যুৎবিহীন এ ভূতুড়ে নগরীতে গত ৫ দিন ধরে অনাহারে এবং তীব্র পানি সংকটে মৃত্যুর আতঙ্ক নিয়ে মানুষজন কোনোমত বেঁচে আছে।
এ অবস্থায় রুশ বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রাখলে তাদের আর বাঁচানো যাবে না।
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র সাধারণ মানুষদের বাঁচাতে শুক্রবার এ আকুতি জানান।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার দশম দিনের মতো রুশ আগ্রাসন চলছে দেশটিতে।
সূত্র: আনাদোলু ও যুগান্তর