শিরোনাম
ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। খবর রয়টার্সের।
আগুন নেভানোর জন্য ওই এলাকাকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করে দমকল কর্মীদের সেখানে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক টুইটে বলেছে, জাপোরিঝিয়ার জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
প্ল্যান্টের মুখপাত্র আন্দ্রেই তুজ বলেছেন, আগুনে প্ল্যান্টের বড় ধরনের ক্ষতি এখনও হয়নি এবং তাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
সূত্র: রয়টার্স ও যুগান্তর