রাশিয়ার অভিযান ‘পরিকল্পনা অনুযায়ী চলছে’: পুতিন

ফানাম নিউজ
  ০৪ মার্চ ২০২২, ০৬:৩৪

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

অভিযান শুরুর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। এমনকি ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহতের কথা স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও কিয়েভের দাবি, বাস্তবে এ সংখ্যা কয়েক হাজার। এমন বাস্তবতায় অনেক বিশ্লেষক দাবি করেন, ইউক্রেনে রুশ আগ্রাসন পুতিনের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়নি। এমন আলোচনার মধ্যেই বৃহস্পতিবার পুতিন দাবি করেন, অভিযান ‘পরিকল্পনা অনুযায়ী চলছে’।

ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ‘হাজার হাজার বিদেশি নাগরিককে জিম্মি’ করা এবং বেসামরিক নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। তবে নিজের এমন দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।

ভাষণে ‘পশ্চিমের তৈরি রুশবিরোধী শক্তিকে’ ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন পুতিন।

এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলেন ন্যাটোর প্রতি তিনি বলেন, ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার ক্ষমতা যদি আপনাদের না থাকে তাহলে আমাকে যুদ্ধবিমান দিন। আমরা যদি নিশ্চিহ্ন হয়ে যাই, তাহলে ঈশ্বর না করুন, এর পরের টার্গেট হবে লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া।

সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার বসার আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, আমরা রাশিয়ায় হামলা করছি না এবং এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। আপনি আমাদের কাছ থেকে কী চান? আমাদের ভূখণ্ড ছাড়ুন।