শিরোনাম
ভারতের একটি সাবমেরিন শনাক্তের পর নিজেদের জলসীমায় সেটির অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। মঙ্গলবার (১ মার্চ) এ ঘটনা ঘটলেও পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা সম্প্রতি এ তথ্য জানায়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একটি টুইট বার্তায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, নৌবাহিনীর সাবমেরিন বিরোধী ইউনিট ভারতীয় সাবমেরিনটিকে শনাক্তের পর প্রতিরোধ করেছে।
তিনি বলেন, পাকিস্তানের জলসীমায় ভারতের সাবমেরিন প্রবেশের ঘটনা নতুন হয়। গত পাঁচ বছরের মধ্যে এটি চতুর্থ ঘটনা। নিজেদের জলসীমা রক্ষায় পাকিস্তানের নৌ-বাহিনী যে দক্ষ এ ঘটনার মাধ্যমে সেটারই প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত বছরের অক্টোবরে ভারতের একটি সাবমেরিন শনাক্তের পর সেটিকে প্রতিরোধের দাবি করে পাকিস্তানের নৌ-বাহিনী। ২০১৬ সালের পর দেশটির জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের এটি ছিল তৃতীয় ঘটনা।
দক্ষিণ এশিয়ার এ প্রতিবেশী দেশ দুইটির সামরিক বাহিনী ও সরকার একে অপরকে বিভিন্ন ইস্যুতে দোষারোপ করে আসছে। এছাড়াও একে অপরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগ করছে দেশ দুইটি।
পারমাণবিক শক্তিধর এ দেশ দুইটি ১৯৪৭ সালের পর থেকে তিনবার যুদ্ধে জড়িয়েছে। ২০১৯ সালের পর থেকেই নতুনভাবে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তিক্ত হচ্ছে। বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।