শিরোনাম
ইউক্রেনে হামলার পরিকল্পনা রাশিয়া এক বছর আগেই শুরু করেছিল বলে জানিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার সদস্য রিফাত শায়খুদ্দিনভ। স্থানীয় সময় গতকাল বুধবার রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ওয়ান টিভিতে এক আলাপচারিতায় এ তথ্য দেন তিনি। খবর বিবিসির।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর আগে দীর্ঘ সময় ধরে দেশটির সীমান্তে রুশ সেনা মোতায়েন রাখা হয়। ইউক্রেনে হামলা চালাতেই মস্কোর এ তত্পরতা বলে সে সময় দাবি তুলেছিল পশ্চিমা দেশগুলো। তবে শুরু থেকেই তা নাকচ করে রাশিয়া।
ওয়ান টিভির ‘টাইম উইল টেল’ (সময়ই বলে দেবে) শীর্ষক এক টক শোতে রিফাত শায়খুদ্দিনভ বলেন, ‘এর (ইউক্রেন হামলা) জন্য এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, হয়তো আরও বেশি সময় ধরে। কী ঘটছে আমরা তা বুঝেছিলাম এবং আগে থেকেই তাদের (ইউক্রেন) সতর্ক করছিলাম।’
ইউক্রেনে অভিযান না চালালে রাশিয়াই হামলার শিকার হতো বলে মনে করেন রাশিয়ার এই এমপি। তিনি বলেন, ‘ইউক্রেনে আমাদের (রুশ) নাগরিকদের রক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
এদিকে হামলা শুরুর পর ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলের দাবি করেছে রাশিয়া। সর্বশেষ আজ বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহর পুরোপুরি দখল করে রুশ বাহিনী। এ ছাড়া রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়েছে তারা।
ইউক্রেনে চলমান সংঘাতে ৪৯৮ রুশ সেনা নিহত ও ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন হয়েছে বলে জানিয়েছে মস্কো। অপর দিকে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত ও ৩ হাজার ৭০০ সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। তবে কিয়েভ নিজ সেনাদের হতাহতের বিষয়ে কোনো হিসাব দেয়নি।