ইউক্রেনের পতন হলে বাল্টিক দেশগুলোতে হামলা করবে রাশিয়া: জেলেনস্কি

ফানাম নিউজ
  ০৪ মার্চ ২০২২, ০৫:৩৯

ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াতে পশ্চিমা দেশগুলোর কাছে আরজি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যদি ইউক্রেনের পতন হয়, তাহলে রাশিয়ার পরবর্তী লক্ষ্য হবে বাল্টিক দেশগুলো। খবর এএফপির।

গতকাল এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বাল্টিক দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিবেশী লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আপনাদের (পশ্চিমা দেশ) যদি আকাশপথ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাহাজ দিন (যুদ্ধবিমান)। আমাদের যদি পতন হয়, সৃষ্টিকর্তা তা না করুক; বিশ্বাস করুন, এরপর (রাশিয়ার) হামলার শিকার হবে লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে জেলেনস্কি বলেন, ‘এ যুদ্ধ থামাতে এটিই একমাত্র পথ।’ পুতিনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা রাশিয়ায় হামলা চালাচ্ছি না; আর হামলার কোনো পরিকল্পনাও নেই। আপনি আমাদের কাছে কী চান? আমাদের দেশ ত্যাগ করুন।’

বেশ আগে থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করছিল, ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে। এমন পরিস্থিতির মধ্যে সপ্তাহ দুই আগে নিজ দেশের নাগরিকদের শান্ত থাকতে বলেন জেলেনস্কি। এ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আধুনিক বিশ্বে একজন মানুষ পশুর মতো আচরণ করতে পারে, তা কেউ ভাবেনি।’ 

এদিকে সংকট নিরসনে প্রতিবেশী দেশ বেলারুশে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসেছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। এর আগে গত সোমবার দুই দেশের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা হয়। তবে ওই সংলাপে কোনো সমাধান আসেনি।