শিরোনাম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজের সিস্টেমের শিকার বলে মন্তব্য করেছেন তার সাবেক বক্তৃতা লেখক আব্বাস গ্যালিয়ামভ। পুতিনের প্রথম দফার শাসনামলের প্রথম তিন বছর তার বক্তৃতা লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্যালিয়ামভ। সে সময় তিনি পুতিনকে ‘যৌক্তিক’ হিসেবে অভিহিত করেছিলেন বলে বিবিসি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে।
রেডিও ফাইভ লাইভকে আব্বাস বলেন, ইউক্রেনীয়দের আত্মসমর্পন করা উচিত আর জেলেনস্কির উচিত যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া।
পুতিনের সাবেক এই সাবেক বক্তৃতা লেখক আরও বলেন, পুতিনের মতাদর্শ তার চারপাশের মানুষদের কাছ থেকে ‘আপত্তি বা সমালোচনা না শোনা’ থেকে তৈরি হয়েছে। ধারণা করা হয় ‘পুতিন নিজের তৈরি করা সিস্টেমের শিকার’ হয়ে গেছেন।
গ্যালিয়ামভ বলেন, পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে এমন বিষয় হিসেবে দেখবেন যা তার ‘বাতিল’ করা প্রয়োজন। একই সঙ্গে ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার ক্ষেত্রে পুতিনের চাহিদাই পূরণ করতে হবে।
দুইটা বিষয়ই পুতিনের বর্তমান অবস্থানে অটল থাকার জন্য যথেষ্ঠ বলে মন্তব্য করেছেন গ্যালিয়ামভ।