বিদেশি শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করল ইউক্রেন

ফানাম নিউজ
  ০৩ মার্চ ২০২২, ১২:০৪

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ায় বহু বিদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন। কিছু শিক্ষার্থী নিজ দেশে ফিরতে পারলেও অধিকাংশই মানবেতর জীবনযাপন করছেন। বিমান চলাচল বন্ধ থাকায় অনেকেই পায়ে হেঁটে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। তবে আফ্রিকান ও এশিয়ান ছাত্রদের সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অবস্থায নিজ দেশে চলে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি হটলাইন চালু করেছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত চেক পয়েন্টগুলোয় ২৪ ঘণ্টাই কাজ চলছে। সব দেশের লোকদের ‌‘আগে আসলে আগে পাবেন’ পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার (২ মার্চ) এক টুইটে বলেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেন ছেড়ে যেতে ইচ্ছুক আফ্রিকান, এশিয়ান এবং অন্য দেশের ছাত্রদের জন্য আমরা একটি জরুরি হটলাইন স্থাপন করেছি। তা হলো +380934185684। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করছি। 

সূত্র : ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফেক্স