ইউরোপে রাশিয়ার ২ সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ

ফানাম নিউজ
  ০৩ মার্চ ২০২২, ০০:২০

গুজব ছড়ানোর অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে রুশ সংবাদমাধ্যম আরটি ও স্পুতনিকের সম্প্রচার–সংক্রান্ত সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার ইউরোপীয় কাউন্সিলের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। খবর আরটির

ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, যত দিন ইউক্রেনে আগ্রাসন শেষ না হচ্ছে এবং ইইউ ও এর সদস্যদেশগুলোর বিরুদ্ধে রাশিয়া আর এর সহযোগী সংবাদমাধ্যমগুলো গুজব ও তথ্য বিকৃতি বন্ধ না করছে, তত দিন এ নিষেধাজ্ঞা চলবে।

ইউরোপীয় ইউনিয়নের দাবি, ইউক্রেনে রাশিয়ার হামলায় সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ওই দুই সংবাদমাধ্যম। এরা রাশিয়ার প্রতিবেশী দেশসহ ইইউর সদস্যদেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘গুজব ও তথ্য বিকৃতির আন্তর্জাতিক প্রচার-প্রচারণার’ অংশ হিসেবে কাজ করছিল।

এদিকে ইইউর এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আরটির উপপ্রধান সম্পাদক অ্যানা বেলকিনা। তিনি বলেন, আরটিকে নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, তার একটি উদাহরণ দিতে পারবে না সমালোচকেরা। তাদের হাতে এর কোনো প্রমাণও নেই।

আরটির খবরে বলা হয়, নানা নিষেধাজ্ঞা আরোপ করে বছরের পর বছর রুশ সংবাদমাধ্যমকে পশ্চিমা দেশ কোণঠাসা করার চেষ্টা করেছে। এমনকি ইউক্রেনে রুশ হামলা শুরুর অনেক আগেই ইইউর কয়েকটি সদস্যদেশ আরটি ও স্পুতনিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।