আকাশপথেও ইউক্রেনে সেনা পাঠিয়েছে রাশিয়া

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৪:১২

আকাশপথেও ইউক্রেনে সেনা পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্য, গতকাল মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে আসা রুশ সেনারা অবতরণ করেন। এরপরই সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ শুরু হয়ে যায়।

আকাশপথে রুশ সেনা আসার বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আকাশপথে আসা রুশ সেনারা খারকিভে নেমেছেন। শহরে নেমেই তাঁরা স্থানীয় একটি হাসপাতালে হামলা চালান। আগ্রাসনকারী রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াই চলছে।

খারকিভ শহরটি ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত। এটি রাশিয়ার সীমান্তবর্তী একটি শহর। শহরটির জনসংখ্যা প্রায় ১৪ লাখ। শহরের অধিবাসীদের বেশির ভাগ রুশ ভাষাভাষী।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সেনারা বিশেষ সামরিক অভিযান শুরু করেন। শহরটি রুশ সেনাদের অন্যতম লক্ষ্যবস্তু।

ইতিমধ্যে ইউক্রেনের একাধিক শহরের দখল নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সর্বশেষ তারা খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলিতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গোলা নিক্ষেপ করেছেন রুশ সেনারা। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় সামরিক ঘাঁটিতে রাশিয়ার চালানো গোলা হামলায় ৭০ জনের মতো ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক গাড়ির দীর্ঘ বহর। বহরটি এখন কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

রুশ বাহিনীর আক্রমণ ও গতিবিধি পর্যালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চার দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে।