শিরোনাম
রাশিয়ার প্যারাট্রুপারার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অবতরণ করেছে এবং একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। আজ বুধবার ইউক্রেনের স্বাধীন তথ্য সংস্থা ও ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিভিন্ন নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামতে এখনো সম্মত হয়নি। এদিকে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে অভিযানের বিষয়ে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আমলে নিচ্ছে না রাশিয়া। ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ পরমাণু অস্ত্র নিয়েছে। তাদের পথ ধরে ইউক্রেন যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সে কারণেই রাশিয়া এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর কোনোটিতে মার্কিনীরা সামরিক স্থাপনা নির্মাণ করতে পারবে না।