শিরোনাম
ইউক্রেনের রাজধানীতে কিয়েভ টিভি টাওয়ারের খুব কাছে বড় ধরনের দুটি বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে সেসব ভিডিও ওই ঘটনারই কি না, তা যাচাই করতে পারেনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই বিস্ফোরণের কারণে কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচারে ব্যাঘাত ঘটে। আর ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে। তবে কিছুক্ষণ পরেই দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, ‘গোলাগুলি’তে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই সব ভিডিওর ফুটেজে দেখা যায়, প্রথম বিস্ফোরণের পরই টাওয়ারের কাছে ভবনগুলোর ওপর ধোঁয়া উড়ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রথম বিস্ফোরণে অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। এতে সম্প্রচার কার্যক্রম বিঘ্নিত হয়।
কিয়েভভিত্তিক ইউক্রেনে ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানায়, হামলার পর থেকে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের রাজধানীতে আসন্ন হামলার বিষয়ে সতর্ক করার পরপরই বিস্ফোরণগুলো ঘটে। রাশিয়ার সেনাবাহিনী জানায়, তারা ইউক্রেনের সামরিক এবং গোয়েন্দাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তাই সাধারণ লোকজনকে সেসব জায়গা থেকে সরে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। তবে মস্কো এখনো এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি।