পুতিনকে কঠোর বার্তা দিন: বাইডেনকে জেলেনস্কি

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ০৮:১৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতায় আসার বর্ষপূর্তি উপলক্ষে বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। তার আগে কিয়েভের বাংকার থেকে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের প্রতি ওই ভাষণে পুতিনকে কড়া বার্তা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

সাবেক কমেডি তারকা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি সিএনএনকে বলেন, ‘এটা কোনো চলচ্চিত্র নয়। এটা খুবই গুরুতর বিষয়।’ তিনি বলেন, ‘আমি আইকনিক নই। তবে আমি মনে করি, ইউক্রেন আইকনিক। ইউক্রেন ইউরোপের হৃদয়। এখন আমি মনে করি, ইউক্রেনকে এই বিশ্বের জন্য বিশেষ কিছু হিসেবেই দেখে ইউরোপ। এ কারণেই বিশ্ব এই বিশেষ কিছুকে হারাতে পারে না।’

জেলেনস্কি বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের শহরগুলোতে মস্কোর আক্রমণ চলতে থাকবে, ততক্ষণ আলোচনায় অগ্রগতি হতে পারে খুব সামান্য। সবার আগে কথা বলতে হবে। সবাইকে লড়াই বন্ধ করতে হবে এবং পাঁচ, ছয় দিন আগে যেখান থেকে শুরু হয়েছিল, সেখানে ফিরে যেতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা আপনারা করতে পারেন। আপনারা যদি তা করেন এবং সেই মোতাবেক ওই পক্ষ যদি তা করে, তাহলে বোঝা যাবে তারা শান্তির জন্য প্রস্তুত। তারা যদি তা না করে, তবে তার অর্থ তারা সময় নষ্ট করছে।’

রাশিয়ার সঙ্গে আলোচনা করে ইউক্রেন সময় নষ্ট করছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলনস্কি বলেন, ‘আমরা দেখব।’

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর গত সোমবার প্রথমবারের মতো বেলারুশে সমঝোতা আলোচনায় বসেন দুই দেশের কর্মকর্তারা। সেখানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে পরে আরও আলোচনায় চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এর মধ্যে মঙ্গলবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে নতুন করে হামলা হয়েছে। রুশ হামলায় কিয়েভের টিভি টাওয়ার জ্বলতে দেখা গেছে।