রাশিয়া-বেলারুশের অ্যাথলেটদের ওপর নিষেধাজ্ঞা চায় আইওসি

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ১১:৫৮

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশ অ্যাথলেটদের নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসি। ইউক্রেনে রুশ সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনকে এই পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটি নির্বাহী বোর্ডের কাছে জানায়, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে বিরত রাখা সম্ভব নয়। তবে তারা রাশিয়া ও বেলারুশের নামে খেলতে পারবে না। তাদের প্রতিযোগিতায় অংশ নিতে হবে নিরপেক্ষ নামে। 

বিবৃতিতে বলা হয়, ‘(দুই দেশেরে অ্যথলেটরা) কোনো জাতীয় প্রতীক কিংবা রঙ ব্যবহার করতে পারবেন না, পতাকা ব্যবহার কিংবা জাতীয় সঙ্গীতও গাইতে পারবেন না।’