চার দিন ধরে দুই ছেলেকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে আছেন আলেনা

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ১১:৩৫

রাশিয়ার হামলার পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাসিন্দারা চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। খারকিভের কয়েকজন নারী বিবিসিকে তাঁদের পরিস্থিতি জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার খারকিভে রকেট লাঞ্চার হামলা চালিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খারকিভের মেয়র ইগোর তেরেখভ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আবাসিক এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

খারকিভের আলেনা বোমা হামলার মধ্যে দুই ছেলেকে নিয়ে কোথাও পালাতে পারেননি। বিবিসিকে বলেন, ‘আমরা চার দিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের খাবার শেষ হয়ে আসছে।’

আলেনার মতো সিভেতলানাও নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। খারকিভের মেট্রো স্টেশনে তিনি আশ্রয় নিয়েছেন। সিভেতলানা বলেন, ‘আমার পেছনে একজন নারীর সঙ্গে শিশু রয়েছে। ছোট্ট শিশুকে তিনি সারাক্ষণ প্যারামে (শিশুদের বসিয়ে রাখার গাড়ি) রেখেছেন। সিভেতলানা প্রশ্ন তুলে বলেন, আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ? অথচ গোলাগুলি বন্ধ হচ্ছে না।’

মেট্রোতে থাকা আরেক নারী মেরিয়ানা কোনোভাবেই কান্না থামাতে পারছেন না। তিনি বলেন, ‘আমি সব সময় প্রার্থনা করছি। অন্যদেরও ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।’

খারকিভে শেল হামলা শুরুর পর পালাতে পেরেছিলেন এলিনা ও তাঁর মেয়ে। এলিনা বলেন, ঘুম থেকে জেগেই দেখি হামলা শুরু হয়েছে। পরিস্থিতি খুবই ভয়ংকর ছিল। ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা।’