ইউক্রেনে ভয়াবহ ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ, এটি আসলে কী?

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ১০:০৩

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে অভিযানে রাশিয়া ভয়াবহ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। সোমবার এই বোমা ব্যবহার করা হয় বলে অভিযোগ দেশটির।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “তারা (রুশ বাহিনী) আজ (সোমবার) ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী যার ব্যবহার আসলে নিষিদ্ধ।”

রাশিয়া মূলত ইউক্রেনে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ভ্যাকুয়াম বোমা আসলে কী?

ভ্যাকুয়াম বোমা হল একটি থার্মোবারিক অস্ত্র। একে অ্যারোসল বোমাও হয়। 

ভ্যাকুয়াম বোমা হল এক ধরনের বিস্ফোরক, যা উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ তৈরি করতে চারপাশের বায়ু থেকে অক্সিজেন ব্যবহার করে। সাধারণত বোমার বিস্ফোরণ তরঙ্গ প্রচলিত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হয়। 

সূত্র: আল-জাজিরা, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট ইউকে