শিরোনাম
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সৈন্যরা। তিন দিক থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির কথা শোনা যাচ্ছে। এবার ইউক্রেন সংকট প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
ইউক্রেন সংকটের প্রভাব নিয়ে গতকাল রবিবার টিভি সাক্ষাৎকারে আলোচনা করার সময় তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পরিস্থিতি সৃষ্টি করেছে সে ধরনের পরিস্থিতি এড়াতে সরকারের উচিত যুক্তরাষ্ট্রকে জাপানে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি নির্মাণ করার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা।
পশ্চিমা দেশগুলো ও জাপানের আশঙ্কা, তাইওয়ান কিংবা পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপ দখল করতে পারে চীন। অ্যাবে আরও বলেন, বিশ্বের নিরাপত্তা কীভাবে বজায় রাখা হয় তা বোঝা প্রয়োজন। সে বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি তার ওপর আলোচনা বন্ধ করা উচিত নয়। নিরাপত্তা বজায় রাখতে জাপানের বিভিন্ন উপায় নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা মেরে জাপানের দুটি শহর ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার পর জাপান প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা কখনো তাদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখবে না, উৎপাদন করবে না কিংবা মোতায়েন করবে না।
অ্যাবে ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত চীনকে এটা স্পষ্ট করে দেওয়া যে, চীন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে।’
সূত্র : বিবিসি