শিরোনাম
ইউক্রেনে সামরিক সরঞ্জাম এবং অন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সুইডেন। জোট নিরপেক্ষ হিসেবে পরিচিত দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন এই ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন জানান, ১৯৩৯ সালে ফিনল্যান্ডে সোভিয়েত আগ্রাসনের পর এবারই প্রথম কোনও আক্রান্ত দেশে অস্ত্র পাঠাচ্ছে সুইডেন।
তিনি জানান, সুইডেনের পাঠানো অস্ত্রের মধ্যে থাকবে একবার ব্যবহারযোগ্য ৫ হাজার ট্যাংক-বিধ্বংসী লঞ্চার, ৫ হাজার শরীরবর্ম, ৫ হাজার হেলমেট এবং এক লাখ ৩৫ হাজার রেশনের প্যাকেট।
সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সিদ্ধান্ত হলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার সামর্থ্য বাড়ানোর মাধ্যমেই আমরা এখন আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারি।’
এর আগে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা ইউক্রেনের জন্য অস্ত্র কিনে তা সরবরাহ করবে। ইউরোপের ২৭ দেশের জোটটি ইতিহাসে প্রথমবারের মতো এই পদক্ষেপ নিয়েছে।
সূত্র: বিবিসি