আরও ৪ দেশের জন্য রাশিয়ার আকাশপথ নিষিদ্ধ

ফানাম নিউজ
  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

ইউক্রেনে হামলার পর এবার পূর্ব ইউরোপের চার দেশের জন্য আকাশপথ নিষিদ্ধ করল রাশিয়া।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ লাতভিয়া, লিথুনিয়া, স্লোভেনিয়া ও এস্তোনিয়ার জন্য রোববার সকালে এ নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আনাদোলুর।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পূর্ব-ইউরোপের ওই চার দেশ রাশিয়ার জন্য তাদের আকাশপথ বন্ধ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।
 
ট্রানজিট ফ্লাইটের জন্যেও দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হবে না।

এ আগে চেক রিপাবলিক, যুক্তরাজ্য, বুলগেরিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার জন্য নিজের আকাশপথ বন্ধ করে রাশিয়া।

সূত্র: আনাদোলুর