শিরোনাম
ইউক্রেন ইস্যুতে নেতিবাচক অবস্থান গ্রহণ করার কারণে রাশিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো।
রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান শুরু করেছে, তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ইসরাইল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইসরাইলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জাভিকে তলব করে তার ব্যাখ্যা চেয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।
এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা ও সমালোচনা করে বক্তব্য রাখেন।
তিনি বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেন যাভি এবং বোগদানভ ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সেখানে ইসরাইলি রাষ্ট্রদূত আশা করেছেন যে, ইউক্রেন পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান বুঝতে সক্ষম হবে ইসরাইল।
ইউক্রেন ইস্যুতে ন্যাটো সামরিক জোট এবং আমেরিকার কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে রাশিয়া যে চিঠি দিয়েছিল তা আমলে না নেয়ায় এবং পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী অঞ্চলে সামরিক বাহিনীর দমন-পীড়ন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।
এর পর ইসরাইল মূলত আমেরিকা ও ন্যাটো জোটের পক্ষ অবলম্বন করে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া