শিরোনাম
ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। দেশে একের পর এক শহরে ঢুকে পড়ছেন রুশ সেনারা। নিজেদের দেশকে বাঁচাতে মরিয়া ইউক্রেনের বাসিন্দারা। এবার ৮০ বছরের এক বৃদ্ধও এসেছেন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দিতে।
সাংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বৃদ্ধের ছবি। ৮০ বছর বয়সি ওই বৃদ্ধ নিজের দেশ ইউক্রেনকে কোনোভাবেই রাশিয়ার দখলে চলে যেতে দেখতে রাজি নন। নিজের নাতি-নাতনিদের মুখের দিকে তাকিয়ে তাই ইউক্রেনের সেনায় যোগ দিতে এসেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গেছে, একটি ব্যাগ হাতে সেনা বাহিনীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন ওই বৃদ্ধ। সেনাদের তিনি বোঝানোর চেষ্টা করছেন, কেন তিনি এই বয়সে সেনাবাহিনীতে যোগ দিতে এসেছেন।
কোন জায়গায় ঘটেছে এই ঘটনা তা জানা না গেলেও, ইউক্রেনের বিপদের দিনে দেশবাসীর এমন বিরল নজির বিশ্ববাসীর চোখ এড়িয়ে যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ৮০ বছরের এক বৃদ্ধ ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে চান। একটি ছোট ব্যাগে করে তিনি দুটি টি-শার্ট, দুটি বাড়তি প্যান্ট, একটি দাঁত মাজার ব্রাশ ও কয়েকটি স্যান্ডউইচ নিয়ে হাজির হয়েছেন সেনাদের কাছে।
তার দাবি, নিজের নাতি-নাতনিদের জন্যই তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চান।
ইউক্রেনের ফার্স্টলেডি কেটেরিনা ইয়ুশচেঙ্কো টুইটারে শেয়ার করেছেন এই ছবিটি।
সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসা পেয়েছে এ ছবিটি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ছবিটি।
সূত্র: দ্য ডেইলি মেইল