শিরোনাম
ইউক্রেনে থাকা ভারতের পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের বিনামূল্যে বিমানের টিকিট দিয়েছে মমতার সরকার।
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় এ তথ্য জানান।
টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার সরকার ওই শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিনামূল্যে বিমানের টিকিটও দেওয়া হয়েছে এবং বিমানবন্দর থেকে বাড়িও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ নিয়ে সমন্বয়ের জন্য দমদম বিমানবন্দরের একটি বিশেষ দল থাকছে।’
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ইউক্রেন থেকে ইতিমধ্যেই দেশে ফেরানো শুরু হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের। ২১৯ জন শিক্ষার্থী নিয়ে একটি বিমান মুম্বাইয়ের মাটিতে নেমেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও রয়েছেন বলে জানা গিয়েছে। ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেশের ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই নবান্ন একটি কন্ট্রোল রুম খুলেছে। সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন আটকে পড়া শিক্ষার্থীদের পরিবার। কীভাবে তারা দেশে ফিরবেন তার সমস্ত তথ্য দেওয়া হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কন্ট্রোল রুম খোলা থাকছে।
সূত্র: টুইট বার্তা ও যুগান্তর