দেশ রক্ষায় হাতে অস্ত্র তুলে নিলেন ইউক্রেনের নারী সংসদ সদস্য

ফানাম নিউজ
  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩

দেশ রক্ষায় নিজেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। অস্ত্র হাতে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন— আমাদের নারীরাও পুরুষের মতোই একইভাবে দেশের মাটিকে রক্ষা করবে।

কালাশনিকভ নামের একটি অস্ত্র ব্যবহার করা শিখেছি এবং অস্ত্র বহন করতে প্রস্তুত বলেও লেখেন তিনি।

কিছু দিন আগেও নিজের জীবনযাত্রা, বৈঠক ও আইন প্রণয়ন নিয়ে আলোচনা করে সময় কাটিয়েছি। রাশিয়ার বিভিন্ন হুমকির মুখে নানান আলোচনায় অংশ নিয়েছি। কিন্তু যখন রাশিয়া আক্রমণ করল, তখন তো আর বসে থাকতে পারি না। কিরার এমন বক্তব্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

কিয়েভ থেকে সিএনএনের সঙ্গে কথা বলার সময় কিরা বলেন, রুশ সেনারা যখন এসেই পড়েছে তখন আপনাকে অস্ত্র তুলে নিতে হবে এবং গুলি চালানো শিখতে হবে।

কিরা আরও বলেন, আমাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, গুলি চালানো শিখতে হবে এবং অন্য মানুষের ওপর গুলি চালাতে হবে এ বিষয়টি আমার কাছে খুবই অস্বাভাবিক ছিল। তবে এটা করতেই হবে কারণ রুশ সেনারা কিয়েভে প্রবেশ করেছে এবং কিয়েভ তাদের না হওয়া সত্তেও তা দখল করার চেষ্টা করছে।

রুশ সেনাদের কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে জানিয়ে কিরা বলেন, পুতিন আমাদের সেনাদের অবমূল্যায়ন করে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেনারা তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাচ্ছে। পাশাপাশি লোকজনও অস্ত্র তুলে নিয়ে তাদের মাটির জন্য লড়াই করছেন বলেও জানান তিনি।

সূত্র: সিএনএন